রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মদনে নদী ভাঙনের কবলে পড়ে অস্তিত্ব সংকটে বিদ্যালয় 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি 

মদনে নদী ভাঙনের কবলে পড়ে অস্তিত্ব সংকটে বিদ্যালয় 

নেত্রকোনা জেলার মদন উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম একটি প্রতিষ্ঠান। শিক্ষার দিক দিয়ে বিদ্যালয়টির মান প্রথম সারিতে থাকলেও নদী ভাঙনের কবলে পড়ে বিদ্যালয়টি এখন অস্তিত্ব সংকটে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের সুত্রে জানা যায়, ১৯৮৭ সালে বাগজান গ্রামে বিদ্যালয়টি স্থাপিত হয়। এর উত্তর পাশ দিয়েই বয়ে গেছে মগরা নদী। গত এক দশক ধরে নদী ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে বিদ্যালয় ভবনটি। কয়েক বছর আগে বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলে পানির স্রোতে বিলীন হয়ে গেছে বিদ্যালয়টির পিছনে থাকা একটি শৌচাগার। এখন পুরো ভবনটি যেন দাঁড়িয়ে আছে বিলিনের অপেক্ষায়।

কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, আশপাশে কোন বিদ্যালয় না থাকায় বাগজান, কুঠুরীকোনা, পরশখিলা, পাহাড়পুরসহ কয়েকটি গ্রামের শতশত ছাত্র-ছাত্রী এই বিদ্যালয়টিতে পড়াশোনা করে মানুষের মত মানুষ হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু বিদ্যালয়টি নদী ভাঙনের পড়ার পরেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় বিলিনের পথে এখন কয়েক গ্রামের ছাত্র-ছাত্রীর স্বপ্ন। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুর রহমান বলেন, উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পানি উন্নয়ন বোর্ড, ইউএনও অফিস, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন কাজ হয়নি। এরই মধ্যে নদীর পানি বাড়তে শুরু করেছে আবার। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আতঙ্কের দিন পাড় করছি আমরা কখন জানি বিদ্যালয়টি ভেঙে নদীতে পড়ে যায়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজারুল ইসলাম (ভারপ্রাপ্ত) বলেন, বিদ্যালয়টিতে প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করে আশপাশ এলাকার। ভবনটি রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারিক এ আলাউদ্দিন বলেন, এর আগেও বিদ্যালয়টির বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন জায়গায় প্রতিবেদন পাঠানো হয়েছে কিন্তু এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।

টিএইচ